অমিতের হাত উঁচিয়ে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গত সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার পর থেকে সারাদেশের সঙ্গে যশোরেও বইছে ভোটের আমেজ। আজ যশোরে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মরহুম তরিকুল ইসলামের স্মরণসভায় যোগ দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দানকালে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য যশোরের সবকটি আসনে ধানের শীষের প্রার্থীদের জন্য একযোগে কাজ করে যাওয়ার বার্তা দেন। সেই বার্তা নিতে মিছিলে স্লোগানে স্মরণসভা রুপ নেয় জনসভায়। সভায় বক্তব্য শেষে যশোরের পাঁচটি আসনে মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চান তিনি।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানের দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে একসাথে সমাবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের স্লোগান দেন। যশোর-৩ সদর আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের হাত উঁচিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দেন নেতাকর্মীদের। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ধানের শীষে বিজয়ের মধ্যে দিয়ে অমিতকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। প্রয়াত তরিকুল ইসলামের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে তাকে সহযোগিতা করবেন।’
