December 22, 2024

About

অনিন্দ্য ইসলাম অমিত


সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব তরিকুল ইসলাম এবং যশোর জেলা বিএনপি’র সন্মেলন প্রস্তত কমিটির সন্মানিত আহবায়ক বিশিষ্ট সমাজ সেবিকা ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। জনাব অনিন্দ্য ইসলাম অমিত তাঁর শিক্ষা জীবনের শুরু করেন যশোর সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুল থেকে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে সায়েন্স নিয়ে এইচ,এস,সি(H.S.C)পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটি থেকে বি,এস,সি অনার্স(B.S.C. Hon.)ও বায়োকেমিস্ট্রিতে এম,এস,সি(M.S.C. Biochemistry) এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স এ এম,বি,এ(MBA-Finance) করেন জনাব অনিন্দ্য ইসলাম অমিত। বিগত সময়ে স্বৈরাচার সরকারের একের পর এক মিথ্যা মামলার দায় ঘারে নিয়ে অসুস্থ গৃহহারা তরিকুল ইসলামের অনুপস্থিতিতে নেতৃত্ব হীন দিশাহারা যশোর বিএনপির প্রায় ব্যর্থ আন্দোলন সংগ্রামের মোড় একক প্রচেষ্টায় ঘুরিয়ে দিয়ে আন্দোলনকে সাফল্যের শিখরে তুলে আনার মধ্য দিয়েই নিজেকে জননেতা জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি হিসাবে প্রতিষ্ঠিত করেন জনাব অনিন্দ্য ইসলাম অমিত। যশোর তৃনমূল বিএনপির নেতা-কর্মী গনের দৃষ্টিতে বর্তমানে জনাব আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত যশোর বিএনপির সবথেকে পরিশ্রমী, আপোষহীন, কর্মী দরদী, আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দানকারী নেতা। যশোর বিএনপির বর্তমান তৃনমূল নেতা-কর্মী গন তারুণ্য দীপ্ত আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত এর মাঝেই দেখতে পায় আশির দশকের ক্রান্তি লগ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্বৈরাচার বিরোধী আপোষহীন নেতা, জনাব তরিকুল ইসলামের প্রতিচ্ছবি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপি’র প্রতিনিধিকে।